হযরত খাদিজা (রাঃ) এর জীবনী-৫ম পর্ব
হযরত খাদিজা (রাঃ) এর বানিজ্যঃ- উম্মুল মু'মিনীন হযরত খাদিজা (রাঃ) ধনী গৃহের একমাত্র আদরের দুলালী হলেও তাকে নানা ঘাত-প্রতিঘাতের ভিতর দিয়েই যৌবনের প্রথম অংশ অতিক্রম করতে হয়েছিল। কাজেই তিনি শোক-দুঃখ ও বিপদাপদ সহ্য করার মতো যথেষ্ট মানসিক বলও অর্জন করেছিলেন। তাই বিধবা ও পিতৃহারা হয়ে প্রথম দিকে একটু বিচলিত হয়ে পড়লেও একেবারে হতবুদ্ধি হয়ে পড়েননি তিনি। হযরত খাতিজা (রাঃ) এর পৈতৃক ধন সম্পদ ছিল প্রচুর। তদুপরি তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তার বিরাট সম্পত্তি ও ধন দৌলতও তিনি লাভ করেন। যেহেতু তার স্বামী আতিকের অন্য কোন উত্তরাধিকারী ছিল না। সৎ উপায়ে অর্থ উপার্জন এবং তার সব সদ্ব্যবহার সম্বন্ধে হযরত খাদিজা (রাঃ) এর যথেষ্ট অভিজ্ঞতা ছিল। তবে তার পিতার ব্যবসায়-বাণিজ্যের স্থান অধিকাংশই আরবের বাইরে বিভিন্ন দেশে ছিল বলে প্রথম দিকে তিনি সেসব স্থানের ব্যবসায় পরিচালনার ব্যাপারে বেশ একটু চিন্তিত হয়ে পড়েন। কিন্তু অতি অল্পদিনের মধ্যেই তিনি সেসব ব্যবসার সুষ্ঠু সমাধান করতে সমর্থ হন। কতিপয় বিশ্বাসী ও সুদক্ষ কর্মচারী নিযুক্ত করে তিনি বিভিন্ন স্থানের ব্যবসা পরিচালনার ব্যবস্থা করে ফেললেন। বিচক্ষণ ব্য...