"জাহান্নাম" থেকে বাঁচার উপায়।
জাহান্নাম থেকে বাঁচতে হলে, ঈমানের পাশাপাশি নেক আমলগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। এবং পাপ থেকে দূরে থাকতে হবে, তাক্বওয়া অর্জন করতে হবে এ ছাড়াও জাহান্নাম থেকে বাঁচার অনেক উপায় হাদিসে বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে, "যে ব্যাক্তি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো মাবূদ বা (উপাস্য) নেই..তিনি এক,অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) আল্লাহ তা'য়ালার বান্দা ও প্রেরিত রাসূল".. এক ব্যক্তি বলল,হে আল্লাহর রসূল! আপনি আমাকে এমন আমল বলে দিন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দুরে রাখবে। নবী (ﷺ) বললেন, “তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে।” (বুখারী ও মুসলিম).. আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় 'লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে।” (বুখারী ও মুসলিম) “যে ব্যক্তি সুর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (অর্থাৎ ফজরের ও আসরের নামায আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না।” (মুসলিম)। "রাসুলুল্লাহ (সা.) ইরশাদ...