"যাকাত" এর ফজিলত।
হযরত আবু আইয়ূব (রা.) থেকে বর্ণিতঃ- জনৈক সাহাবি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ‘আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে। তাঁর সঙ্গে অপর কোনো কিছুকে শরিক করবে না। সালাত আদায় করবে, যাকাত আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরিক করে না, সালাত আদায় করে, যাকাত আদায় করে এবং কবিরা গুনাহ হতে নিজেকে রক্ষা করে, তার জন্য জান্নাত রয়েছে। অন্যত্র হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিতঃ- আমি রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে কোনো জিনিসের এক জোড়া বস্তুও দান করে, তাকে জান্নাতের দরজাসমূহ হতে আহবান করা হবে। হে আল্লাহর বান্দা, এ (দরজা) তোমার জন্য উত্তম। (বস্তুত) জান্নাতের অনেক দরজা আছে। যে সালাত আদায়কারী হবে তাকে সালাতের দরজা হতে আহবান করা হবে, যে ব্যক্তি জিহাদকারী হবে তাকে জিহাদের দরজা হতে আহবান করা হবে, যে ব...