জান্নাতী "হুর" কেমন হবে?
মাটির মানুষ পৃথিবীতে মাটির জীবন সঙ্গীনি বানানোর জন্য কত পেরেশান,কত সাধনা,কত কলা কৌশল অবলম্বন করে.. যারা মাঝে মাঝে বিশ্বাসঘাতকিনী হয়..আর আল্লাহ তার নেক বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এরকম জীবন সঙ্গীনি বানিয়ে রেখেছেন যাদেরকে কোন চোখ দেখে নি,কোন মন কল্পনা করতে পারবে না কত সুন্দরী তারা,তারা বিশ্বাসঘাতকতা জানে না,ভালো বাসা বদলায় না সব সময়ে এক রকম থাকে,সব সময়ে অনুগত থাকে,যৌবনে কখনো ভাটা পড়ে না..তারা কেউ স্বর্নের,কেউ রুপা,কেউ লাল ইয়াকুত,কেউ জমরদের তৈরি ,কেউ মনি-মুক্তা দিয়ে তৈরি..আল্লাহই ভালো জানেন কত দামী দামী উপাদান দিয়ে তাদেরকে তিনি তৈরি করেছেন.. ' আয়না ' নামে জান্নাতের এক হুরের বর্ননা নিচে দেয়া হলো.. জান্নাতের একজন হুরের নাম আয়েনা , যার ডানদিকে ৭০,০০০ চাকর , বাম দিকে ৭০,০০০ চাকর , আর সামনে আছে ১,৪০,০০০.. সে বলছে - "ঐ ব্যক্তি কোথায় যিনি সৎ কাজের আদেশ দেয় আৱ অসৎ কাজ হতে বিরত থাকতে বলে ? ” আল্লাহ আমাকে তার জন্য তৈরি করেছেন। হজরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ (রহঃ) একজন তাবে- তাবেঈন ছিলেন । তিনি বলেন যে , তিনি একবার আল্লার রাস্তায় জিহাদ করতে ছিলেন। এক কিশোর তার সাথে ছিল। বয়স তার...