"চাইতে হবে কেবল আল্লাহর কাছে"।
একজন মুমিনের দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের অপরিহার্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কারণ হাদিসে দোয়াকেই বলা হয়েছে ইবাদত। পবিত্র কোরআনের প্রথম সুরা, যাকে বলা হয়েছে উম্মুল কোরআন বা কোরআনের মূল বা সারমর্ম, সেই সুরা ফাতিহাতেই মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, কীভাবে আমরা তার কাছে হেদায়েত বা সঠিক পথ পাওয়ার জন্য দোয়া করব। শুধু তাই নয়, এই সুরা তথা দোয়াকে ইমানের পর সবচেয়ে বড় ইবাদত সালাতের মধ্যে জুড়ে দিয়েছেন, যা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে বহুবার আমরা বলে থাকি। এখান থেকেই আমরা দোয়ার গুরুত্ব উপলব্ধি করতে পারি। এ ছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে দোয়া করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। সুরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 'যখন আমার বান্দা তোমার কাছে আমার সম্বন্ধে জানতে চাইবে, তখন তুমি বলে দিও যে, আমি নিকটেই আছি; প্রার্থনাকারীর প্রার্থনায় সাড়া দিয়ে থাকি। সুতরাং তারাও যেন আমার আহ্বানে সাড়া প্রদান করে এবং আমার প্রতি ইমান আনে, তাহলে তারা সঠিক পথপ্রাপ্ত হবে।' সুরা গাফিরে বলা হয়েছে- 'আর তোমার রব বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেব। নিশ্চয়ই যারা অহঙ্কার করে আমার ইবাদত থেকে বিরত থ...